সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বিকাশের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দুবাই ইকোনমিক ডিপার্টমেন্ট।
অল্প সময়ে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা বিকাশ আমিরাতে সম্পূর্ণ অবৈধ, যা অনেক প্রবাসী বাংলাদেশি এখনো জানেন না।
দুবাই ইকোনমিক ডিপার্টমেন্ট গত মঙ্গলবারে (১৭ জানুয়ারি) বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর কারণে দুবাইয়ের বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় ২০ হাজার দিরহাম জরিমানা করা হয় । দুবাই ইকোনমিক ডিপার্টমেন্ট জানিয়েছে, এ ধরনের অভিযান আমিরাতের প্রতিটি বিভাগে চালানো হবে।
বিভিন্ন এক্সচেঞ্জ ও ব্যাংকে খোঁজ নিয়ে জানা গেছে, প্রবাসী বাংলাদেশিরা আগে এক্সচেঞ্জ ও ব্যাংকে দেশে টাকা পাঠালেও বর্তমানে তা অনেক কমে গেছে। বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি বিকাশের মাধ্যমে দেশে টাকা পাঠান।
আমিরাত প্রশাসনের কাছে বিকাশের বিরুদ্ধে প্রথমে আল-আনসারি এক্সচেঞ্জ অভিযোগ করলেও পরবর্তীতে বিভিন্ন এক্সচেঞ্জ ও ব্যাংক অভিযোগ দাখিল করে। এসব অভিযোগের ভিত্তিতে দুবাই ইকোনমিক ডিপার্টমেন্ট এ অভিযান শুরু করেছে।
এদিকে জরিমানাপ্রাপ্ত এক প্রবাসী বাংলাদেশি মুহাম্মদ মহিউদ্দিন জানান, দুবাইয়ের ফিরুজ মুরায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে জরুরি প্রয়োজনে দেশে টাকা পাঠানোর জন্য বিকাশের ব্যবস্থা রাখা হয়। কিন্তু হঠাৎ মঙ্গলবার (১৭ জানুয়ারি) একজন বাংলাদেশি এসে দেশে টাকা পাঠাততে চাইলে নম্বরটা লিখে নেয়ার সঙ্গে সঙ্গে দুবাই ইকোনমিক ডিপার্টমেন্টের লোকজন দোকানে প্রবেশ করেন। এরপর কোনো কিছু না বলে ক্যামেরা দিয়ে বিকাশ লেখা কাগজের ছবিসহ দোকানের অন্যান্য দৃশ্য ক্যামেরাবন্দি করেন তারা।তিনি আরো জানান, অনেক আকুতি-মিনতি করার পরও তারা জরিমানা করে চলে যান।