আশিক ইমরান, জেদ্দা – সৌদি আরব প্রতিনিধি : মহান বিজয় দিবস উদযাপন ও সম্প্রচার সাংবাদিকতার উপর মতবিনিময় সভা করেছেন ‘রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল’। গতরাতে জেদ্দার একটি হোটেলে এসব আয়োজন করা হয়।
রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম ওয়াই আলাউদ্দিনের সভাপ তিত্বে আয়োজিত অনুষ্টানের শুরুতেই একাত্তরের মহান মুক্তিযুদ্বাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিকরা। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ সেলিমের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জেদ্দা কনস্যুলেটের প্রথম সচিব কামরুজ্জামান ও বিশেষ অতিথি ছিলেন কনস্যুলেটের কাউন্সিলর মুজিবুর রহমান।
পরে সম্প্রচার সাংবাদিকতার উপর সৌদি আরব পশ্চিমাঞ্চল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জনপ্রিয় টেলিভিশন চ্যানেল- এসএটিভির সিনিয়র নিউজ এডিটর, শরিফুল ইসলাম। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বাহার উদ্দিন বকুলসহ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।