ডেস্ক রিপোর্টঃ পবিত্র ওমরাহ যাত্রা থেকে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সৌদি আরবের মদিনার কাছে কমপক্ষে ৪২ জন ভারতীয় ওমরাহ যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার ভোরে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে মুফরিহাত এলাকায় একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে ওমরাহ যাত্রীবাহী বাসটির সংঘর্ষ হলে বাসটিতে ভয়াবহ আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা যাত্রীদের অধিকাংশই জীবন্ত দগ্ধ হন।
সূত্রের খবর অনুযায়ী, নিহত ৪২ জন ওমরাহ যাত্রীর মধ্যে বেশিরভাগই ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার সময় যাত্রীরা ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে, যার ফলে আগুনের লেলিহান শিখা থেকে তাঁদের বেরোনোর সুযোগ ছিল না। নিহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছেন বলে প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, বাসে মাত্র একজন যাত্রী কোনোমতে প্রাণে রক্ষা পেয়েছেন।
এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, রিয়াদের ভারতীয় দূতাবাস এবং জেদ্দার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিক ও তাঁদের পরিবারকে সবরকম সহযোগিতা দিচ্ছে।
এদিকে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি অবিলম্বে উচ্চপদস্থ আধিকারিকদের এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে এবং বিদেশ মন্ত্রক ও সৌদি দূতাবাসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।
জেদ্দায় ভারতীয় কনস্যুলেট ২৪x৭ কন্ট্রোল রুম চালু করেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য জরুরি হেল্পলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে। পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিহতদের দ্রুত ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করা হয়েছে।











