ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ নরসিংদীর জেলা শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ ভবনের হলরুমে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ সিরাজ উদ্দিনরে সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার আব্দুল মোতালিব খান এর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান।
উপজেলার মুক্তিযোদ্ধা নেতারা জানায়, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আফসারের মেয়াদ শেষ না হওয়ার আগেই হঠাৎ গতকাল বুধবার বদলি খবর পায় উপজেলার মুক্তিযোদ্ধারা। এরই প্রতিবাদে মুক্তিযোদ্ধারা এই সভার আয়োজন করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মহসিন নাজির।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজিজুর রহমান খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিলসহ উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের কমান্ডারগণ এসময় বক্তব্য রাখেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই