যুক্তরাজ্যের লন্ডনের রাস্তায় ছুরি নিয়ে আততায়ীর এলোপাথাড়ি হামলায় একজন নারী নিহত হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে।
রাসেল স্কয়ারে লন্ডন সময় বুধবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
হামলাকারীকে এরইমধ্যে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি সন্ত্রাসী হামলা হতে পারে বলে জানিয়েছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।
ওই এলাকার আশেপাশে ব্যাপক পুলিশি তৎপরতা শুরু হয়েছে। তল্লাশি তাঁবু বসানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা পুলিশের কাছে ঘটনার সময়কার বিবরণ তুলে ধরছেন।