মোঃবিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ তরুণরা এগিয়ে নিতে পারে দেশ বদলে দিতে পারে সমাজ ব্যবস্তা দেশের প্রতিটি কাজে তরুণরা এগিয়ে আসলে ও ঐক্যবদ্ধ থাকলে পরিবর্তন আসবে দেশের রাষ্ট্র ও সমাজে উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে তরুণরা এলাকার উন্নয়ন সহ ন্যায় বিচার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার বার্তা পৌঁছে দিতে পারে প্রতিটি গ্রামে। এমনই একটি সংগঠনের আত্মপ্রকাশ হয় মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ২নং উত্তর ভাগ ইউপির জোড়াপুর গ্রামে আজ এলাকার লোকমুখে প্রশংসায় পঞ্চমুখ “সমাজ সেবা জোড়াপুর ” নামক এ স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন। গ্রামের বেশিরভাগ লোকজন থাকেন প্রবাসে তবে বেশিরভাগ উন্নত দেশ যেমন ইউরোপের যেকোনো দেশে বসবাস। আর সমাজসেবা জোড়াপুর সংগঠনটি গ্রামের প্রবাসীদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ করে তাদের সার্বিক সহযোগিতায় বিভিন্ন উন্নয়ন মুলক কাজ সহ অসহায় মানুষের সেবায় নিয়োজিত। এদিকে গত ৩০ জানুয়ারি গ্রামের সাধারণ মানুষের চলাচলের একমাত্র রাস্তা ওয়াপদা সড়ক থেকে গ্রামের ভিতর দিয়ে বয়ে যাওয়া ওয়াপদা -কুশিয়ারার পাড় পর্যন্ত রাস্তা পাকাকরণ দেয়াল নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে। প্রবাসী ও স্হানীয়দের আর্থিক সহায়তায় গ্রামের সড়ক পাকাকরণ মাটি ভরাট গার্ডওয়াল নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃশাহজান খান, ইউকে ট্র্যাস্ট এর উত্তর ভাগ ইউপির সভাপতি জাহির খান,বিশিষ্ট সমাজসেবক দানবীর আবদুল মতিন লাকি,মোঃ হাজী ইসহাক আলী, আনু মিয়া,সাবেক ইউপি সদস্য ইন্তাজ আলী,উমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়জুল হক,সুনাফর আলী, ফরিদ মিয়া,বাগুমিয়া,সামসুল ইসলাম সরদার,সুহেল আল মাহমুদ, বোরহান উদ্দিন, রুমেন আহমদ রুমেন,জিয়াউর রহমান, ছালিক আহমদ, মঞ্জু,এনাম মিয়াসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।উল্লেখ্য, বিশেষ করে লন্ডন প্রবাসীদের বিশেষ অবদানে ৩০ লাখ টাকা ব্যয়ে রাস্তা পাকাকরণ ও দেয়াল নির্মান করা হবে।