রাঙ্গুনিয়া প্রতিনিধি : মৎস্য খামারী এরশাদ মাহমুদ প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় পুরস্কার অর্জন করায় রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে রবিবার (৩১ জুলাই) সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পদুয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, সরফভাটা ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফি, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও ব্যাংকার ফজলুল কাদের চৌধুরী, প্রবাসী প্রদীপ বড়–য়া, উপাধ্যক্ষ দুলাল কান্তি দাশ, মোহাম্মদ আলী, উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বাদশা প্রমুখ। সম্মিলনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম গোলাম নুরের স ালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পোমরা-কোদাল বনবিট কর্মকর্তা মো. ইউনুস, স্কুলের শিক্ষার্থী মারজানা আক্তার প্রমুখ। সংবর্ধনা শেষে “নবদিগন্তের উম্মোচন” নামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক ফোরাম।