জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি (চট্টগ্রাম):: রাঙ্গুনিয়ার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে গতকাল ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। বড় ধরণের সহিংসতা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৫ম ধাপের নির্বাচনে রাঙ্গুনিয়ার ১২টি ইউনিয়নের মধ্যে ৪টিতে বিনা প্রতিদ্বন্ধীতায় আওয়ামীলীগের প্রার্থী নির্বাচিত হওয়ায় গতকাল এসব ইউনিয়নে শুধু মাত্র সংরক্ষিত মহিলা ও সাধারন ওয়ার্ডের মেম্বার পদে ভোট গ্রহণ করা হয়। বাকি ৮ ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গতকাল রাতে রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন সমন্বয়কারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন। এতে ২নং হোছনাবাদ ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মির্জা সেকান্দর হোসেন নৌকা প্রতিকে ৫ হাজার ৫ শত ৯৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতিকে মো. সেকান্দর আলী পেয়েছেন ১ হাজার ৫শত ১৯ ভোট। ৫নং পারুয়া ইউনিয়নে আ.লীগের প্রার্থী জাহেদুর রহমান তালুকদার নৌকা প্রতিকে ৬ হাজার ১ শত ২৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. ইব্রাহীম আনারস প্রতিকে পেয়েছেন ১ হাজার ৫ শত ৯০ ভোট। ৬ নং পোমরা ইউনিয়নে আ.লীগের প্রার্থী চৌধুরী কুতুব উদ্দিন হারুনী নৌকা প্রতিকে ৭ হাজার ৪ শত ৭২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির আজিজুর রহমান ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৬ শত ৯৭ ভোট। ৭ নং বেতাগী ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী নুর কুতুবুল আলম নৌকা প্রতিকে পেয়েছেন ৮ হাজার ৭ শত ৬৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির কাজী নাজিম উদ্দিন ধানের শীষ প্রতিকে পেয়েছেন ১ হাজার ১ শত ৬৩ ভোট। ৮নং সরফভাটা ইউনিয়নে আ.লীগের প্রার্থী শেখ ফরিদ উদ্দিন চৌধুরী নৌকা প্রতিকে ১০ হাজার ১ শত ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মুজিবুল ইসলাম সরফি আনারস প্রতিকে পেয়েছেন ২ হাজার ২ শত ৯৭ ভোট। ১৩ নং ইসলামপুর ইউনিয়নে আ.লীগের প্রার্থী ইকবাল হোসেন চৌধুরী মিল্টন নৌকা প্রতিকে পেয়েছেন ৬ হাজার ৫ শত ৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী সিরাজুদ্দৌল্লাহ দুলাল আনারস প্রতিকে পেয়েছেন ৪৭ ভোট। ১৪ নং দক্ষিণ রাজানগর ইউনিয়নে আ.লীগের প্রার্থী আহমদ ছৈয়দ তালুকদার নৌকা প্রতিকে পেয়েছেন ৭ হাজার ২ শত ৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী এনামুল হক মিয়া আনারস প্রতিকে পেয়েছেন ১ হাজার ৬ শত ৫৪ ভোট। ১৫ নং লালানগর ইউনিয়নে আ.লীগের প্রার্থী মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন নৌকা প্রতিকে পেয়েছেন ৬ হাজার ৯ শত ১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির প্রার্থী মিজানুর রহমান ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৩৭৪ ভোট। গতকাল রাত ১০টায় উপজেলা প্রশাসন কার্যালয়ে ১২ ইউপি নির্বাচনের ৬জন রিটার্নিং কর্মকর্তারা নির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের ফলাফল পৃথক ভাবে ঘোষণা করেন।