ডেস্ক নিউজ : ভারতের সর্বধর্ম সমন্বয় ঐতিহ্যের কথা প্রধানমন্ত্রীর মন কি বাতে। রবিবার ৩২তম রেডিও বার্তা রমজানের শুভেচ্ছা জানিয়েই শুরু করেন প্রধানমন্ত্রী। আর সেই উপলক্ষ্যেই নরেন্দ্র মোদীর গলায় শোনা গেল এ দেশের ধর্মীয় বৈচিত্রের মধ্যে ঐক্যের ইতিহ্যের কথা। প্রধানমন্ত্রী হওয়ার আগে এবং পরে, মোদী এবং তাঁর রাজনৈতিক পরিবারের দিকে বারবার যে ঐতিহ্যকে ভাঙার অভিযোগ উঠেছে, সেই ঐতিহ্যের কথা তুলে নরেন্দ্র মোদী কি নতুন করে কোনও বার্তা দিতে চাইলেন? কী বললেন মোদী? বললেন, “বৈচিত্রের মধ্যে ঐক্য ভারতীয় সংস্কৃতির মূলভিত্তি। আমাদের দেশের জনসংখ্যা ১২৫ কোটি। বিভিন্ন ধর্ম-সম্প্রদায়ের মানুষ এদেশে পাশাপাশি বাস করেন।
মুসলিম সম্প্রদায়ের প্রতি রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বার্তা, পবিত্র রমজান মাস শান্তি, ঐক্য বজায় রাখতে সাহায্য করবে। এটা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা বোধ সঞ্চার করবে।
মোদী বলেন, বহু ধরণের বিশ্বাস নিয়ে শান্তিতে পাশাপাশি বাস করাই এ দেশের ঐতিহ্য এবং এটাই এ দেশের শক্তি। বললেন, ‘‘আমাদের দেশে কেউ মূর্তি পুজোয় বিশ্বাস করেন। কেউ করেন না। কেউ ঈশ্বরে বিশ্বাসী, কেউ বিশ্বাস করেন না। এটাই আমাদের দেশের ঐতিহ্য।
তাঁর সরকার সদ্য তিন বছর পূর্ণ করেছে। ৩২তম মন কি বাতে প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের ভিত মজবুত করে। মোদীর ভাষায়, ‘‘সঠিক সমালোচনা সরকারের সচেতনতা বাড়াতে সাহায্য করে।’’ শনিবার কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে গুলিযুদ্ধে নিহত হয়েছেন হিজবুল জঙ্গি সবজার আহমেদ বাট। মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি হলেও এ দিন অবশ্য মন কি বাতে কিছু বলেননি প্রধানমন্ত্রী।
সূত্র: আনন্দবাজার
অগ্রদৃষ্টি.কম // এমএসআই