মোঃ বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার দেশ বিদেশের এক ঝাক তরুণ আর্তমানবতার সেবা ও মানুষ মানুষের জন্য এ অঙ্গিকার নিয়ে গত ২০১৬ সালের ০২ এপ্রিল আত্মপ্রকাশ হয় “হৃদয়ে রাজনগর” হোয়াটসঅ্যাপ গ্রুপ নামে একটি সেচ্ছাসেবী, অরাজনৈতিক সংগঠন। স্বল্প সময়ে রাজনগর উপজেলায় আর্থিক অনুদানসহ বিভিন্ন সমাজসেবা মুলক কাজে বেশ প্রশংসা অর্জন করে।
এ দিকে সংগঠনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে গত ২১ এপ্রিল বিকালে স্হানীয় রাজনগর প্রেস ক্লাবে এক জমকালো আয়োজনের মধ্যো দিয়ে অনুষ্ঠিত হয় মত বিনিময় অনুষ্ঠান।
তরুণ সাংবাদিক সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি আহমদউর রহমান ইমরানের সাবলীল পরিচালনায় ও রাজনগর প্রেস ক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন রাজনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জিলাল উদ্দিন।
এ দিকে হৃদয়ে রাজনগর সংগঠনের সদস্য ও অতিথিতের উপস্হিতিতে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন, বিভিন্ন ইউপি প্রতিনিধি, মোঃ ছালিক আহমদ, শামছুল ইসলাম, আক্তার হোসেন, মুনিম আহমদ, নেপুর মিয়া, আহমদ রানা, সামছুল মিয়া প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান সমাজসেবক সাদিকুর রহমান, রাজনগর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রহমান সোহেল,আওয়ামীলীগ নেতা মোঃ ফরজান আহমদ,থানা উপ-পরির্দশক আলাল উদ্দিন,সাংবাদিক শংকর দুলাল দেব,ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা, এ সংগঠনকে আরো শক্তিশালী করতে সবাইকে ঐক্যবন্দ ভাবে সকল ভেদাভেদ ভূলে গিয়ে আর্তমানবতার স্বার্থে কাজ করার জন্য আহবান জানান। এ দিকে সকল বক্তারা হৃদয়ে রাজনগর সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান এডমিন তরুণ সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী জুনেদ আহমদ শিপুকে ১ম বর্ষপূর্তিতে সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই