বদরুল আলম চৌধুরীঃ মৌলভীবাজার জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। ২ নভেম্বর শনিবার, মৌলভীবাজার পৌরসভা হলরুমে জেলা যুবলীগ সভপতি নাহিদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের পরিচালনায় এ বর্ধিত সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ফজলুর রহমান সফলভাবে দায়িত্ব পালন করায় সম্মাননা স্মারক দেওয়া হয়। এ সভা স্থলে জেলা যুবলীগের সকল নেতাকর্মী ও সকল উপজেলা যুবলীগের সভাপতি, সম্পাদক,আহবায়ক উপস্থিত ছিলেন। সভায় দলের প্রতিষ্টাবার্ষিকী ও জাতীয় কংগ্রেস সফল করার লক্ষে উপস্থিত নেতারা বক্তব্য রাখেন।