আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী ত্রিপুরার মানিক সরকার। তার মোট সম্পদের পরিমাণ মাত্র ৩ হাজার ৯৩০ টাকা। ভারতের নির্বাচন কমিশন অফিসে মনোনয়নপত্র জমা দেয়ার ফরমে তিনি এই তথ্য জানিয়েছেন।
বাম ধারার এই নেতা মুখ্যমন্ত্রী হিসেবে যে বেতন পান তার পুরোটাই দিয়ে দেন সিপিএম পার্টিকে। এরপর পার্টি থেকে মাত্র পাঁচ হাজার নিয়ে নিজের হাতখরচ চালান। তার নিজের কোনো বাড়ি নেই। নিজের কোনো স্থাবর সম্পত্তি নেই। তার কোনো মোবাইল ফোন নেই। গত ২০ বছর ধরে তিনি মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ করা সরকারি ভবনে আছেন। তিনি কখনো ইনকাম ট্যাক্স দেননি।
তবে মুখ্যমন্ত্রী মানিক সরকারের স্ত্রী ইনকাম ট্যাক্স দেন। মানিক সরকারের স্ত্রীর নাম পাঞ্চালী ভট্টাচার্য। তিনি কেন্দ্র সরকারের অবসরপ্রাপ্ত একজন কর্মচারী। তার দুই হিসেবে ১ লাখ ২৪ হাজার ১০১ টাকা ও আরেক হিসেবে ৮৬ হাজার ৪৭৩ টাকা রয়েছে। এছাড়া তিনটি ফিক্সড ডিপোজিট আছে যেখানে ২, ৫ ও ২.২৫ লাখ টাকা রয়েছে। আর ২০ গ্রাম সোনা রয়েছে।
এছাড়া উত্তরাধিকার সূত্রে তিনি ৮৮৮.৩৫ বর্গফুটের একটি জায়গা পেয়েছেন। সেখানে ১৫ লাখ টাকায় একটি বাড়ি বানিয়েছেন। ওই বাড়ির বর্তমান বাজার দর ২১ লাখ টাকা।
মানিক সরকারের কোনো সন্তান নেই। তিনি ত্রিপুরার ধনপুর নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। সূত্র : জিনিউজ