গত ১০ জানুয়ারী রোজ মঙ্গলবার ইতালির মিলান শহরের স্হানীয় একটি রেস্তরায় যথাযথ মর্যাদার সাথে পালিত হলো ৪৫ তম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ইতালি আওয়ামী লীগ লোম্বারদিয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি আ: মান্নান মালিথার সভাপতিত্বে এবং নাজমুল কবির জামান এর প্রাণবন্ত উপস্হাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকেতেলাওয়াত করেন সংগঠনের যুগ্নসম্পাদক তুহিন মাহামুদ এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্বের আনুষ্ঠানিককতা শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশন এবং মহান স্বাধীনতা যুদ্ধে যারা দেশের জন্য শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, পাকিস্তানের কারাগার থেকে দীর্ঘ নয় মাস পর বন্দি দশা থেকে মুক্তিলাভ ও ১০ জানুয়ারী ১৯৭২ সালে রক্তস্নাত স্বদেশের বুকে ফিরে আসেন, লাখো জনতার ভীরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আবেগ জড়িত কন্ঠের বিভিন্ন দিক তুলে বক্তব্য রাখেন,ইতালি আওয়ামী লীগ লোম্বার্দিয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব আ: মান্নান মালিথা,সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, প্রবিণ রাজনৈতিক ব্যক্তিত্ব আকরাম হোসেনয,সহ সভাপতি আলি আহমেদ ,যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ শিপন,যুগ্ন সম্পাদক,সরোয়ার হোসেন মোল্লা, সম্মানিত সদস্য জামিল আহমেদ,সম্মানিত সদস্য চন্ঞল রহমান, যুগ্ন সম্পাদক তুহিন মাহামুদ,সাংগঠনিক সম্পাদক আরফান শিকদার,প্রচার সম্পাদক মামুন হাওলাদার, সম্মনিত সদস্য খান রিপন, কোষাধক্ষ সম্পাদক আলমগীর হাওলাদার,সমাজ কল্যাণ সম্পাদক মমিনুর রহমান,তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জালাল হাওলাদার,প্রকাশনা সম্পাদক মুনছুর খালাসি, সদস্য এমরান হোসেন, লোন্বারদিয়া আওয়ামী যুবলীগের সভাপতি খান মামুন,সাধারণ সম্পাদক শফিউদ্দিন,সহ সভাপতি রহুল আমিন হাং,বাংলাদেশ আওয়ামী , মুক্তিযোদ্ধা আওয়ামী প্রজন্মলীগ ইতালি শাখার সাধারণ সম্পাদক হান্নান হাং,সাংগঠনিক সম্পাদক হাকিম মাতুব্বর,বাংলাদেশ আওয়ামী পেশাজীবী লীগ ইতালি শাখার সাংগঠনিক সম্পাদক কে,আর সবুজ সহ প্রমূখ নেতৃবৃন্দ।