স্টাফ রিপোর্ট-বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক এবং বর্ণাঢ্য জার্সি উন্মোচন উপলক্ষে সংগঠনটির উদ্যোগে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে এক জমকালো আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মো: সাইফুল ইসলাম।
বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম সানি এবং আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদি হাসান সুমন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতের সভাপতি মোরশেদ আলম ভুইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতের প্রধান উপদেষ্টা আলহাজ্ব শওকত আলী, উপদেষ্টা প্রকৌশলী ফরিদ উদ্দিন, বিমল কান্তি রায়, চাঁন মিয়া হাসান, এসোসিয়েশন এর সিনিয়র সহ-সভাপতি তারেক হাসান, সাধারণ সম্পাদক কোরবান আলী এবং সহ-সভাপতি সোহেল রানা।
এছাড়াও আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা মো: জাকির হোসেন, মো. আব্দুল মজিদ মিয়া, মো. নাজমুল হক সহ আরও অনেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ক্লাবটির সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং কুয়েতে বাংলাদেশী ফুটবলের উন্নয়নে এর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।











