বাহরাইনের রাজধানী মানামার নাইম এলাকার হুমায়ুন বাবর (৩০) নামে এক বাংলাদেশি শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে বাসার ভেতর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
তার ভাগ্নে মোহাম্মদ জাহাঙ্গীর মানামার একটি সবজি দোকানে কাজ করেন। তিনি অগ্রদৃষ্টিকে বলেন, ‘আমিই প্রথম সকাল ৯টার দিকে রুমের ভেতরে ঢুকে দেখি ফ্যানের সঙ্গে সে ঝুলছে। সে আমার মা’য়ের ভাই। বৈধ ভিসা ছাড়া সে বিগত তিন বছর যাবত এখানে অবস্থান করছে।’
জাহাঙ্গী জানান, ‘হুমায়ুন বাংলাদেশ থেকে আসার সময় সঙ্গে তার স্ত্রীর ওড়না নিয়ে এসেছিল। ফাঁস লাগানোর জন্য সে ওই ওড়না ব্যবহার করে। আমি তার মা’কে ফোন দিয়ে বিষয়টি জানিয়েছি। তিনি আমাকে বলেছেন, ভোর বেলায় তার সঙ্গে স্ত্রীর ঝগড়া হয়েছে।’
পুলিশকে ঘটনাটি জানানোর পর বাসাটি সিলগালা করে দেয়া হয়েছে।
পরবর্তীতে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তার আত্মহত্যার ঘটনায় ক্যাপিটাল পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানানো হয়েছে।
এর আগে ৯ মার্চ বাহরাইনের গুদাইবিয়া এলাকায় শামসুল আরেফিন (২৮) নামে এক প্রবাসী বাংলাদেশি আত্মহত্যা করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পশ্চিম শরিফপুর গ্রামের সালাউদ্দিনের ছেলে। গুদাইবিয়ার পাকিস্তানি মসজিদের পাশে একটি ফ্ল্যাটে নিজের কক্ষ থেকে তার সিলিং ফ্যানে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।