নিজস্ব প্রতিনিধিঃ গতকাল ২৯শে জুন ২০১৬ইং রোজ বুধবার সন্ধ্যায় কুয়েত সিটিস্থ গুলশান হোটেলে বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগ কুয়েত শাখার উদ্যোগে দোয়া ও ইফাতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
সংগঠনের সভাপতি ময়নুল আল-ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাফরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আওয়ামী নেতা আব্দুল খালেক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ কুয়েত শাখার আহ্বায়ক ইমাম উদ্দিন বাদল, স্বেচ্ছাসেবক কুয়েত শাখার সভাপতি মোঃ মাসুদ করিম, মুক্তিযোদ্ধার সন্তান কুয়েত শাখার সভাপতি দিদারুল আলম, বিশিষ্ট আওয়ামী নেতা আজাদ মেম্বার,মোহাম্মদ আবু শিশ যুবলীগ কুয়েত শাখার যুগ্ন আহবায়ক তৌহিদুল আলম,বিশিষ্ট আওয়ামী নেতা মিজানুর মিজান প্রমুখ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত শাখা এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতৃবৃন্দরা।
বক্তব্য শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।