আমাদের প্রিয় সহকর্মী জগলুল হুদা’র জন্মদিনে অগ্রদৃষ্টি পরিবার উনাকে জানাচ্ছে লাল গোলাপ শুভেচ্ছা এবং পাশাপাশি আমরা সবাই উনার দীর্ঘায়ু কামনা করছি।
গানের কথায় আমরা বলতে চাই, আজকের আকাশে অনেক তারা,দিন ছিল সূর্যে ভরা। আজকের জোসনাটা আরো সুন্দর,সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য,ভরে থাকা ভাল লাগা। মুখরিত হবে দিন গানে গানে,আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়, তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়।
শুভাকাঙ্খী: অগ্রদৃষ্টি মিডিয়া গ্রুপ