সুমন রাজ বড়ুয়াঃ মানব সেবামূলক সংগঠন একুশের আলো ফাউন্ডশনের ট্রাষ্ট বোর্ডের চেয়ারম্যান মানবধিকার কর্মী গৌরি চরণ সসীমের বিরুদ্ধে সম্প্রতি কতিপয় স্বার্থান্বেষী ও কুচক্রী মহল মিথ্যাচার করে গৌরিচরণের সামাজিক কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন অপপ্রচার ও উড়ো চিঠির দিয়ে মানুষকে বিভ্রান্ত করার প্রতিবাদে একুশের আলো ফাউন্ডশনের পক্ষে এক প্রতিবাদ ও বিক্ষোভ সভাবেশ ২৭/০২/২০১৯ ইং তারিখ রোজ বুধবার সকাল ১০.০০ ঘটিকায় ডিসি হিল প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশ শেষে জামালখাঁন বুড্ডিষ্ট ফাউণ্ডেশন কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।একুশে আলো ফাউন্ডশনের কার্যকরী পরিষদের সভাপতি উৎপল বড়ুয়া,র সভাপতিত্বে সাঃ সম্পাদক এ্যাডভোকেট প্রণব বড়ুয়া,র সঞ্চলনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বুড্ডিস্ট ছাত্র পরিষদের সভাপতি সুজন বড়ুয়া, যুবলীগ নেতা খোকন বড়ুয়া, রাসেল বড়ুয়া,আশীষ গৌরিচরণ, বিহারীরাজ বড়ুয়া, জয় বড়ুয়া,বিটুন বড়ুয়া, জয়দেব গৌরিচরণ, প্রমুখ।
সভায় বক্তারা বলেন সসীম গৌরিচরণ একজন মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদ। তিনি সুজারল্যান্ড আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক। দীর্ঘদিন যাবত তিনি সমাজের দুঃস্থ ও সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পক্ষে কাজ করে দেশে বিদেশে সুনাম অর্জন করেছে। তাই কতিপয় স্বার্থন্বেষী মহল ঈর্ষান্বিত হয়ে উড়ো চিঠির মাধ্যমে তার বিরুদ্ধে কুৎসা ও নিন্দা রটাচ্ছে। ভবিষতে এসকল অপ তৎপরতার ব্যাপারে সবাইকে সজাগ থাকার জন্য ও বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন। অচিরেই কুচক্রী মহলকে সনাক্ত করে আইনগত পদক্ষেপ নেওয়ার আশাবাদ করেন।