বিনোদন ডেস্ক : টানা কয়েকমাস একমাত্র ছেলে অনিকের সঙ্গে থেকে গেলো সপ্তাহে দেশে ফিরেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। কিন্তু দেশে ফেরার পরই কয়েকটি কারণে মন খারাপ তার।
রাজধানীর গুলশানের নতুন বাসায় একাই থাকেন তিনি। যেহেতু এখন চলচ্চিত্রে অভিনয় করছেন না তিনি। তাই বলা যায় অনেকটাই অলস সময় কাটে তার। তাই দেশে ফিরলেও অনিকের কাছেই চলে যেতে মন চাইছে তার।
ববিতা বলেন, ছেলের সঙ্গেই থাকতে এখন বেশি ভালো লাগে। যেহেতু এখানে একা থাকি এবং অভিনয়ও এখন আর করি না, তাই সময় একেবারেই কাটতে চায় না। বিগত যে কয়েকটি মাস কানাডায় অনিকের কাছে ছিলাম, খুব ভালো ছিলাম। অনিক আমাকে যথেষ্ট সময় দিয়েছে। আমার টেককেয়ার করেছে। দেশে ফেরার আগে আগামী কয়েকমাস যেন অনিককে রান্না করে না খেতে হয় সেজন্য আমি হালাল মাংস নিজ হাতে কিনে অনেক কিছু রান্না করে ডিপ ফ্রিজে রেখে এসেছি। আল্লাহ অনিককে সুস্থ রাখুন, ভালো রাখুন এই দোয়া চাই সবার কাছে।
ববিতা আরো বলেন, কানাডার ওয়াটার লু’তে আমাদের সবার প্রিয় নায়করাজ রাজ্জাক ভাইয়ের মেজ ছেলো বাপ্পী থাকে। বাপ্পী আমাকে নিজে এসে তার বাসায় নিয়ে গিয়েছিলো। আমি তার মেয়ের সঙ্গে খেলেছি, রাতে তার সঙ্গে থেকেছি। আমাকে কাছে পেয়ে বাপ্পী, তার স্ত্রী, সন্তানরা অনেক আবেগাপ্লুত হয়ে পড়েছিলো। আমরা একসঙ্গে বসে রাজ্জাক ভাই এবং আমার অভিনীত সিনেমার গান দেখেছি। কিন্তু যখন ওদের ছেড়ে চলে আসি, তখন সবাই খুব মন খারাপ করেছিলো। বাপ্পীর মেয়েতো কান্নাজড়িত কন্ঠে বলেই ফেললো দাদু, প্লিজ আমাদের ছেড়ে যাবেন না। আমিও কেঁদেছিলাম। রাজ্জাক ভাইয়ের কথা মনে হয়ে খুব খারাপ লেগেছিলো।
এদিকে শুধু ছেলের জন্যই মন খারাপ তার এমনটিই শুধু নয়। তিনদিন আগে ববিতার চাচাতো ভাই মিঠু ইন্তেকাল করেছেন। মিঠুকে ঘিরে ববিতার অনেক স্মৃতি। তাকে অনেক আদও করতেন ববিতা। তার জন্য ভীষণ মন খারাপ ববিতার। আবার দেশে ফেরার পরপরই তার তেরো বছরের আদরের পোষা কুকুর জারাও মারা গেছে। জারা ববিতাকে খুব ভালোবাসতেন। ববিতাও জারাকে খুব আদর করতেন। দেশের বাইরে থেকে ফিরলেও জারার জন্যও ববিতা উপহার নিয়ে আসতেন। সবমিলিয়েই এবার দেশে ফিরে ববিতার মন খুব খারাপ।
ববিতা জানান, যেকোনো সময় আবার এই একাকীত্ব ছেড়ে চলে যেতে পারেন একমাত্র ছেলে অনিকের কাছে। ববিতা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র নারগিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’। এতে ববিতা’র অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করে।