স্টাফ রিপোর্টার।। কুমিল্লা ক্যান্টনম্যান্টে কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের সরকারি কলেজ ছাত্র -ছাত্রীরা মানববন্ধন করেছে ।
মঙ্গলবার সকাল ১০ টায় মৌলভীবাজার প্রেসক্লাব মোড় চৌমুহনা রোড় চত্তরে সরকারি কলেজের শিক্ষার্থীদের
এর আয়োজনে মো: ওয়াহিদ আহমদের
সভাপতিত্বে ঘন্টাব্যাপি শিক্ষার্থীদের এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করে।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, ক্যান্টনম্যান্টের মতো নিরাপত্তাবেষ্টিত জায়গায় এরকম নেক্কারজনক ঘটনা প্রমাণ করে দেয় নারীরা সর্বক্ষেত্রে অনিরাপদ। তারা বলেন এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।পাশাপাশি এমন কটুর শাস্তি দেওয়া হয় যেন অন্য কেউ এমন ঘটনা করার সাহস না পায়।
উল্লেখ্য ২০ মার্চ কুমিল্লা ক্যান্টনম্যান্ট থেকে ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্রী ও সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনুর লাশ
উদ্ধার করে পুলিশ। ধর্ষনের পর তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন তার পরিবার ও সহপাঠীরা।