খেলাধুলা ডেস্ক : শুরু থেকে শেষ পর্যন্ত ছন্দ ধরে রেখে গলফ খেলে ঢাকা ওপেনের চ্যাম্পিয়ন হয়েছেন সিদ্দিকুর রহমান। কুর্মিটোলা গলফ কোর্সে শনিবার চারটি বার্ডি ও দুটি বোগি করেন সিদ্দিকুর। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৪ শট কম খেলে সেরা হয়েছেন তিনি।
পারের চেয়ে চার শট কম খেলে দ্বিতীয় স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করা সিদ্দিকুর দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়ান। সাতটি বার্ডি ও একটি বোগি করে শীর্ষে উঠে আসার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফারকে।
তৃতীয় রাউন্ডে তিনটি বার্ডি ও একটি বোগি করে শীর্ষস্থান ধরে রেখে এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের এই প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে উঠেছিলেন সিদ্দিকুর। শেষ রাউন্ডে ছন্দ ধরে রেখে সেরা হওয়া এই গলফার জিতেছেন সাড়ে ১০ হাজার ডলার।
পারের চেয়ে ১০ শট কম খেলে এই আসরে দ্বিতীয় হয়েছেন সুইডেনের গলফার ম্যালকম কোকোচিনস্কি। পারের চেয়ে ৯ শট কম খেলে তৃতীয় ভারতের শঙ্কর দাস। পারের চেয়ে ৭ শট কম খেলে চতুর্থ হয়েছেন বাংলাদেশের আকবর হোসেন।