
মঙ্গলবার (১৪ অক্টোবর) মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি’র সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন, মৌলভীবাজার জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি সৈয়দ কামাল আহমদ বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি লে. কর্ণেল অধ্যক্ষ এম আতাউর রহমান পীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক বায়েজীদ মাহমুদ ফয়সাল, জেলা উপদেষ্টা বকসি ইকবাল আহমদ, চ্যানেল-এস হেড অব নিউজ খালেদ চৌধুরী, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি’র সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আব্দুল ওদুদ, অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, সিরাজুল ইসলাম সিদ্দিকী, আ.স.ম. সালেহ সোহেল, খছরু চৌধুরী এবং সাংবাদিক ইমাদ উদ দীন প্রমুখ। বক্তারা

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন।
সভার শেষ পর্যায়ে প্রধান অতিথি লে. কর্ণেল অধ্যক্ষ এম আতাউর রহমান পীর, যিনি তমদ্দুন মজলিস এরও সিলেট বিভাগীয় সভাপতি, তিনি তমদ্দুন মজলিস, মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন। এতে সৈয়দ কামাল আহমদ বাবুকে সভাপতি এবং খিজির মুহাম্মদ জুলফিকারকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।











