ঢাকা: পানিসম্পদ মন্ত্রণালয়ের নেওয়া গঙ্গা ব্যারেজ প্রকল্পটি বাস্তবায়িত হলে তা হতো বাংলাদেশের জন্য আত্মঘাতী। এটি করা হলে সুফলের চেয়ে হিতে বিপরীতই হতো। তাই এমন একটি ভুল প্রকল্প বাতিল করা হয়েছে। জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, এমন কিছু করতে হলে তা ভারতের সঙ্গে যৌথভাবে করতে হবে।
ভারত সফর শেষে দেশে ফেরার পরদিন মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় গণভবনে সাংবাদিক সম্মলনে তিনি একথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, গঙ্গা ব্যারেজ প্রকল্পটি ছিল আত্মঘাতী। এটি করা হলে হিতে বিপরীত হতো। তাই আমি নিজেই তা বাতিল করে দিয়েছি। এরকম কোনো প্রকল্প বাস্তবায়ন করতে হলে ভারতের সঙ্গে যৌথভাবেই করতে হবে। সেক্ষেত্রে সম্ভাব্য এমন প্রকল্পের খরচও যৌথভাবে বহন করতে হবে।
আর তিস্তা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তিস্তায় শুষ্ক মৌসুমে যাতে পানি পাওয়া যায় সেজন্য আমরা বর্ষা মৌসুমে বাড়তি পানি ধরে রাখার ব্যবস্থা করতে পারি। এজন্য আমরা জলাধার (রিজার্ভার) তৈরি করতে পারি। এজন্য আমরা পশ্চিমবঙ্গকে বলেছি, ‘তোমরাও জায়গা দেখো, আমরাও জায়গা দেখি’। যাতে জলাভার নির্মাণ করে বর্ষায় পানি ধরে রাখতে পারি এবং শুষ্ক মৌসুমে তা কাজে লাগাতে পারি।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের এমন ব্যবস্থার দিকে যেতেই হবে।