বিশেষ প্রতিনিধিঃ কুয়েতের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি দেশের সকল মসজিদ কর্মীদের জন্য একটি নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকার মূল উদ্দেশ্য হলো কর্মীদের পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা বজায় রাখা।
মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত আন্ডারসেক্রেটারি সুলাইমান আল-সুয়াইলেমের জারি করা এই সার্কুলারে ইমাম, খতিব এবং মুয়াজ্জিন সহ সকল কর্মীকে কঠোরভাবে দাপ্তরিক কাজের সময় মেনে চলতে বলা হয়েছে। এর পাশাপাশি, সকল কর্মীদেরকে দায়িত্ব পালনের সময় জাতীয় পোশাক, অর্থাৎ ‘দিশদাশা’ এবং ‘গুতরা’ পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে।
মন্ত্রণালয় বিশেষভাবে জোর দিয়েছে যে দাপ্তরিক কাজের সময়সূচি মেনে চলা অপরিহার্য। এই পদক্ষেপের মাধ্যমে ধর্মীয় কর্মকর্তাদের কাজের ক্ষেত্রে নিয়মানুবর্তিতা নিশ্চিত করা এবং মসজিদের পরিবেশকে রাজনৈতিক বা বিদেশি পোশাকের প্রভাবমুক্ত রেখে স্থানীয় রীতিনীতি অনুযায়ী শালীনতা বজায় রাখা সম্ভব হবে।
মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে যে এই নির্দেশিকা লঙ্ঘনকারী কোনো কর্মীকে ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মসজিদগুলোর প্রশাসনিক কার্যক্রম সুসংগঠিত রাখতে এবং কর্মীদের জবাবদিহি নিশ্চিত করতে এই নিয়ম জারি করা হয়েছে।











