?️আলাল আহমদ,কুয়েত থেকেঃ কুয়েতে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টায় কুয়েত সিটির রাজধানী হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি শেখ মোঃ নুরুল আফছার।
সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক ব্যবসায়ি আবুল কালাম, কুয়েতে বাংলাদেশি কমিউনিটি নেতা হোসেন মোহাম্মদ আজিজ, শাহ নেওয়াজ নজরুল, মোরশেদ আলম বাদল, তৌহিদুল ইসলাম তালুকদার, এম ডি টিপু চৌধুরী, এম এ মনসুর আশিক, মোঃ সাইফ উদ্দিন, হাছান জাবেদ, মাওলানা কাউছার আহমেদ সেলিম, আশরাক আলী ফেরদৌস, রফিকুল ইসলাম ভুলু, আবদুল হাই ভূঁইয়া, সুরুক মিয়া, ইদ্রিস আলী সোহাগ রফিক খান প্রমুখ।
এছাড়াও কুয়েত প্রবাসী সকল শ্রেণী পেশার বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন, মোঃ বেলাল উদ্দিন, কামাল হোসেন বেলাল চৌধুরীসহ আরো অনেকে।
শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা কামরুল হাসান।