শিক্ষায় সফলতায় আনন্দ উৎসব,কুয়েতে প্রবাসী সংগঠক বিমল কান্তি রায় এর পরিবারের আয়োজনে আনন্দ উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা
মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েতে কাজের সুবাদে বসবাসরত প্রায় ৩ লাখ ২০ হাজার প্রবাসী বাংলাদেশিদের জীবনে শত ব্যস্ততা থাকলেও, একটু অবসর পেলেই তারা ক্রীড়া, সাংস্কৃতিক ও বিনোদনমূলক নানা আয়োজনে মেতে ওঠেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি কুয়েতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অন্যতম নেতা ও বিশিষ্ট সংগঠক বিমল কান্তি রায়ের পারিবারিক আমন্ত্রণে এক আনন্দ উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
প্রবাসী সংগঠক বিমল কান্তি রায়ের দুই কন্যা বিকি রায় ও বিধি রায় এইচ.এস.সি. পরীক্ষায় ভালো ফলাফল করায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুয়েতের সালমিয়া সিটির মিক্স ইয়াকি রেস্তোরাঁয় আয়োজিত এই উৎসবে
রাজনৈতিক, সামাজিক, ক্রীড়াসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি যোগ দেন।
অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা বিমল কান্তি রায়ের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করার পাশাপাশি তার দুই মেয়ের শিক্ষাজীবনের এই সাফল্যে আয়োজিত আনন্দ উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার ভূয়সী প্রশংসা করেন। প্রবাসে থেকেও পারিবারিক সাফল্যের এমন জমকালো উদযাপন বাংলাদেশি কমিউনিটির মধ্যে এক আনন্দ ও উদ্দীপনার সঞ্চার করেছে। এই ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন উপস্থিত সকলে।











