কুয়েত ছাড়ার আগে বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক, বিমানবন্দরে ভিড় এড়াতে আগাম আপডেটের আহ্বান।
ডেস্ক রিপোর্টঃ কুয়েত ত্যাগকারী সকল ব্যক্তি, বিশেষত প্রবাসীদের জন্য, এখন থেকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টিং বা আঙ্গুলের ছাপ যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এই নির্দেশিকার কারণে বিমানবন্দরে যাত্রার সময় ব্যাপক বিলম্ব এবং দীর্ঘ লাইন তৈরি হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বহু যাত্রী তাদের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন না করেই সীমান্ত পয়েন্টে আসছেন। এর ফলে বহির্গমন প্রক্রিয়া সম্পন্ন করতে অতিরিক্ত সময় লাগছে এবং বিমানবন্দরগুলোতে ভিড় বাড়ছে।
প্রধান সতর্কতা ও নির্দেশিকা
• বিপদ এড়ানোর আহ্বান: যদিও বায়োমেট্রিক নিবন্ধন না করেও আপাতত কুয়েত ত্যাগ করা সম্ভব হতে পারে, তবে কর্তৃপক্ষ জোরালোভাবে পরামর্শ দিচ্ছে যে মসৃণ যাত্রা নিশ্চিত করতে এবং অযাচিত বিলম্ব এড়াতে যাত্রার আগেই যেন এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়।
• ফিরে আসার ক্ষেত্রে সমস্যা: যারা এখনও তাদের বায়োমেট্রিক তথ্য হালনাগাদ করেননি, তাদের জন্য পরবর্তীতে দেশে ফিরে আসার সময় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (Ministry of Interior) বিভিন্ন সরকারি পরিষেবা গ্রহণ করার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে।
• নিবন্ধনের স্থান: প্রবাসীরা যারা এখনও নিবন্ধন করেননি, তারা দেশে ফেরার সময় বিমানবন্দরে বা কুয়েতের বিভিন্ন নির্দিষ্ট কেন্দ্রে (যেমন কিছু শপিং মলে অবস্থিত কেন্দ্র) এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তবে যাত্রার আগেই তা সেরে নেওয়া দ্রুততম সমাধান।
বিমানবন্দর ও সীমান্ত পয়েন্টগুলোতে ভিড় ও দীর্ঘ লাইন এড়াতে এবং সকল সরকারি কার্যক্রম স্বাভাবিক রাখতে সকল নাগরিক ও বাসিন্দাকে যত দ্রুত সম্ভব তাদের বায়োমেট্রিক তথ্য যাচাই ও আপডেট করে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

																			









	
								