বিশেষ প্রতিনিধি: নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিস্টস এসোসিয়েশন এর নতুন কমিটির অভিষেককে সফল করার লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয় গত ২৪শে অক্টোবর সোমবার ওল্ডহ্যামের স্থানীয় একটি রেষ্টুরেন্টে। সংগঠনের সভাপতি সভাপতি সৈয়দ ছাদেক আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী গাউছুল চৌধুরীর পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আহমদ আলী। সভায় উপস্থিত ছিলেন দর্পন সম্পাদক রহমত আলী, ব্রাডফোর্ড বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট কাউন্সিলার হাসান খাঁন, লিভারপুল বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট শেখ ছুরত মিয়া আছাব, আবু সাইদ চৌধুরী সাদি,মো: কলনদর তালুকদার,শাহ মনা মিয়া,শিব্বির আহমদ শুভ,ফোরকানুর রহমান চৌধুরী সাগর,মোহাম্মাদ আজাদ,শাহাদাত হোসেন আলী,মাশুক মারুফ,বদরুল আহমদ,মাহি মাছুম এবং কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ছাদিকুর রহমান, মো: সইল মিয়া,মোশাহীদ আলী,মশিউর রহমান মুসা ও সোহেল মিয়া প্রমুখ। সভায় নতুন কমিটির আগামী অভিষেককে সফল করার লক্ষ্যে গঠিত বিভিন্ন উপ কমিটির কাজের অগ্রগতির বিবরন পেশ করা হয় এবং নর্থ ইংল্যান্ডে কর্মরত সকল টিভি সাংবাদিক ও কমিউনিটির সর্বস্থরের মানুষের অংশগ্রহন নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্যভাবে কাজ করার আহব্বান জানানো হয়। সংগঠনের পরবর্তি মতবিনিময় সভা ব্রাডফোর্ডে হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহিত হয়।