ডেস্ক রিপোর্ট- এএফসি চ্যালেঞ্জ লীগ ফুটবলের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলতে কুয়েতে পৌঁছেছে বাংলাদেশের ঘরোয়া লীগের পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ফুটবল দল। ক্লাবটি ‘বি’ গ্রুপে স্থান পেয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ বিমান এয়ারলাইনস এর (BG 343) ফ্লাইটে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন কিংসের খেলোয়াড়েরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের কুয়েত সফর সম্পর্কে বাংলাদেশ দূতাবাস-কুয়েত, বাংলাদেশ প্রেসক্লাব-কুয়েত এবং বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতকে ইমেইল বার্তায় আগেই অবহিত করেছিল।
দেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এশিয়ার ক্লাব প্রতিযোগিতায় অংশ নিতে আসা দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কয়েক শতাধিক প্রবাসী বাংলাদেশী। খেলোয়াড়দের আগমনে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
দলটি সাতজন বিদেশি খেলোয়াড় নিয়ে কুয়েতে পৌঁছেছে, যার মধ্যে ফর্টিস এফসি থেকে ধারে আসা গাম্বিয়ান উইঙ্গার পা ওমর বাবৌ, গাম্বিয়ান মিডফিল্ডার ইসা জ্যালো এবং নাইজেরিয়ান স্ট্রাইকার ওনিয়েকাচি ওকাফোর অন্যতম। এর আগে আগস্টে বাছাইপর্বে সিরিয়ার আল-কারামাহ এফসিকে ১-০ গোলে হারিয়ে কিংস মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল।
বসুন্ধরা কিংস তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো কুয়েতের সুলাবিয়া খাত-এর জাবের আল-মোবারক আল-হামাদ আল-সাবাহ স্টেডিয়ামে খেলবে। এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১৫ হাজার।
বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ দলগুলো হলো ওমানের শক্তিশালী ক্লাব আল-সিব, লেবাননের আল-আনসার এবং স্বাগতিক কুয়েতের আল-কুয়েত এসসি।
২৫ অক্টোবর প্রথম ম্যাচ: বসুন্ধরা কিংস বনাম আল-সিব (ওমান)। ২৮ অক্টোবর দ্বিতীয় ম্যাচ: বসুন্ধরা কিংস বনাম আল-আনসার (লেবানন)।
৩১ অক্টোবর তৃতীয় ম্যাচ: বসুন্ধরা কিংস বনাম আল-কুয়েত এসসি (কুয়েত)।
প্রতিটি ম্যাচই স্থানীয় সময় বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
কুয়েত প্রবাসীরা মনে করছেন, এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলো দেখার জন্য বিপুল সংখ্যক প্রবাসী মাঠে যাবেন, যার ফলে স্টেডিয়াম কানায় কানায় ভরে ওঠার সম্ভাবনা রয়েছে। কিংসের কোচ মারিও গোমেজ প্রত্যাশা করেছেন যে তার দল নিজেদের সেরাটা দিতে পারলে বিশেষ কিছু ঘটাতে পারে।
উল্লেখ্য, পাঁচ গ্রুপ চ্যাম্পিয়ন এবং তিন সেরা রানার্স-আপ দল এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে।
এএফসি চ্যালেঞ্জ লীগের ম্যাচগুলো শেষ করে বসুন্ধরা কিংসের আগামী ১ নভেম্বর বাংলাদেশে ফেরার কথা রয়েছে।












