ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন কর্মীবান্ধব, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সহ-সভাপতি নরসিংদী জেলা জাতীয় পার্টি, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সমন্বয়কারী মো: নেওয়াজ আলী ভূঁইয়া।
শুভেচ্ছা বাণীতে বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে পবিত্র ঈদ ধনী-গরিব ভেদাভেদ ভুলে এক কাতারে শামিল করে দেয়ার পাশাপাশি হিংসা-বিদ্বেষ ও অহঙ্কারসহ সব অন্যায় পাপাচার মুছে দিয়ে নতুন করে সুখি জীবনযাপন শুরু করার তাগিদ দেয়। ঈদে আনন্দ উদযাপনের পাশাপাশি মানব জাতির মধ্যে দীর্ঘস্থায়ী সৌহার্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বোধ, সামাজিক সম্প্রীতি, সাম্য চেতনা এবং মহামিলনের বার্তা নিয়ে আসবে বিশ্বজনের দ্বারপ্রান্তে।
তিনি আরো বলেন, ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষ্যে মুমিন মুসলমানরা মাসব্যাপী সিয়াম সাধনা করেন। এক মাস পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে ঈদুল ফিতর সমাগত হয়।
বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতর। ঈদ-উল ফিতরের উৎসব সমাজের সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায়। সৃষ্টি করে পরস্পরের প্রতি আন্তরিক ভ্রাতৃত্ববোধ। ধনী-গরিব, উঁচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায় ঈদ।