নিজস্ব প্রতিনিধিঃ কুয়েত প্রবাসী সংগঠক ও কলম সৈনিক এস আব্দুল আহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে দেশ-বিদেশে থাকা অসংখ্য মানুষ প্রতিবাদী হয়ে উঠেছেন।
আহাদের কর্মস্থল কুয়েতে প্রায় প্রতিদিনই প্রবাসীরা প্রতিবাদ সভা, মানববন্ধন ও দোয়া মাহফিল করে চলেছেন।
আর বাংলাদেশে থাকা আহাদের রাজনৈতিক সহকর্মী, পরিবার ও পাড়া প্রতিবেশীরা আহাদ হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়ে আসছেন।
আজ প্রবাসী সংগঠক প্রয়াত আহাদের রাজনগরস্থ বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত করতে গিয়েছিলেন, সিলেট বিভাগীয় আইনজীবী নেতৃবৃন্দ, স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
সিলেটে দূর্বিত্তদের হাতে প্রবাসী সংগঠক আহাদ হত্যাকাণ্ডের তদন্ত চলছে, এরই মধ্যে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী আহাদ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করেছে।
আহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রাজনীতিবিদ, লেখক-সাংবাদিক ও আইনজীবীরা শুরু থেকেই দাবি জানিয়ে আসছেন।
নির্মম হত্যাকাণ্ডের শিকার আহাদ পরিবারকে দেখতে ও মরহুমের কবর জিয়ারত করতে আজ প্রয়াত আহাদের রাজনগরস্থ বাড়িতে গিয়েছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এটর্নী জেনারেল ও বাংলাদেশ এথলেটিকস্ ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব (মন্টু), সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট সালিক আহমেদ, রাজনগর উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান সালেহ্ আহমেদ,স্থানীয় ইউপি মেম্বার লিটন আহমেদ, রাজনগর থানার সহকারী পুলিশ কর্মকর্তা বিনয় কুমার, সাংবাদিক সাদেক আহমেদসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু আহাদ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অগ্রদৃষ্টিকে বলেন, এস এম আব্দুল আহাদ ছিলেন একজন সংগঠক, লেখক ও সমাজসেবক।
আহাদ হত্যাকারীদের কোনভাবেই ছাড় দেয়া হবেনা উল্লেখ করে তিনি আরো বলেন, আমি আহাদ পরিবারকে আইনি সহায়তা দিতে সবসময় পাশে থাকবো।
রাজনগর উপজেলার ৩নং মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান আহাদ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং স্থানীয় পুলিশ কর্মকর্তা প্রকৃত দোষী ব্যক্তিদের ধরে শাস্তি প্রদানে দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন।
আহাদ বিয়োগের পর শোকে কাতর আহাদ পরিবার, প্রয়াত আহাদের ভাই শেখ মোশাহিদ আহমেদ আহাদ হত্যার প্রতিবাদে কুয়েতসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদী হয়ে ওঠা প্রবাসীদের নানা কর্মসূচীর কথা উল্লেখ করেন এবং কান্না আর আহাজারি করে নিজ ভাইয়ের হত্যার বিচার দাবি করেন।
আহাদ পরিবারের সাথে সাক্ষাতের পর এডভোকেট আব্দুর রকিব মন্টু সহ অন্যান্য ব্যক্তিবর্গরা ৩১ শে আগস্ট দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত আহাদের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, ৩১শে আগস্ট শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে জিন্দাবাজারের তাঁতিপাড়া গলির মুখে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা কুয়েত প্রবাসী সংগঠক ও কলম সৈনিক এস এম আব্দুল আহাদকে।