Menu |||

আমাদের সমাজ আজও সভ্য নয়’

সিলেটে রাজন ও খুলনায় রাকিব হত্যার পর, এবার রবিউল নামের একটি শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে৷ এভাবে একের পর এক শিশু হত্যা এবং শিশুর প্রতি সহিংসতাকে বিশ্লেষকরা দেখছেন সমাজের ভয়াবহ চরিত্রের একটি দিক হিসবে৷এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ডয়চে ভেল। প্রতিবেদনটি এখানে তুলে ধরা হলো- রাবিউলের বয়স মাত্র ১১৷ বরগুণার তালতলী থানার এক গ্রামে মাছ চুরির অভিযোগে এ শিশুটিকে তার এক প্রতিবেশী নাকি পিটিয়ে হত্যা করে পুকুরে লাশ ফেলে দেয়৷ অন্যদিকে রাকিব খুলনার একটি মোটর সাইকেল গ্যারেজে কাজ করতো৷ আর সেই গ্যারেজ ছেড়ে অন্য একটি গ্যারেজে চলে যাওয়াটাই ছিল তার ‘অপরাধে’৷ আর এ জন্যই তাকে নির্মমভাবে হত্যা করা হয়৷ পায়ুপথে কম্প্রেসার মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয় তাকে৷ আর সিলেটে রাজিবকে হত্যা করা হয়েছিল দড়ি দিয়ে বেঁধে পিটিয়ে৷ এমনকি হত্যার পর সেই ভিডিও-ও প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে৷ গত কয়েক দিনে ঢাকায় একটি সুটকেসের মধ্যে অন্য একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে বলে খবর৷ তার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে জানায় পুলিশ৷ একইদিনে ঢাকায় এক শিশু গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের খবরও জানায় তারা৷ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০১৩ সাল পর্যন্ত তিন বছরে এক হাজার ৭৩০টি শিশু নির্যাতনের শিকার হয়েছে বংলাদেশে৷ তবে কতজন শিশুকে হত্যা করা হয়েছে, তার হিসেব এই মন্ত্রণালয়ের কাছে নেই৷ র‌্যাব-এর কাছ থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, গত বছরের শেষ তিন মাসে সারাদেশে শতাধিক শিশু হত্যার শিকার হয়েছে৷ এর মধ্যে গত আগস্ট মাসে ৩৫, সেপ্টেম্বরে ৪০ এবং অক্টোবর মাসে ২৫ জন শিশু হত্যার তথ্য জানায় র‌্যাব৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞানের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন জানান, ‘‘শিশুর প্রতি এই নির্মম সহিংসতার প্রধান কারণ বিচারহীনতা৷ এছাড়া নির্যাতিত এবং নিহত শিশুদের অধিকাংশই নিম্নবিত্ত পরিবারের৷ ফলে বিচার পাওয়া তাদের জন্য বেশ দুরূহ৷” তবে তিনি মনে করেন, ‘‘আমাদের সমাজ শিশুদের জন্য এখনো যথেষ্ট সভ্য হয়ে ওঠেনি৷ এখানে শিশুদের প্রতি নির্মম আচরণ এবং সহিংসতা সাধারণভাবেই নেয়া হয়৷ দু-একটি ঘটনায় হয়ত সংবাদমাধ্যমের কারণে ব্যাপক আলোচনায় আসে৷ তখন মানুষ প্রতিবাদী হয়৷ কিন্ত এটা ব্যতিক্রম৷ শিশুদের প্রতি সহিংসতা এখানে অতি সাধারণ ঘটনা৷” তিনি জানান, ‘‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপে জানা গেছে, দুই তৃতীয়াংশ শিশু তার পরিবারের সদস্যদের দ্বারাই কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হয়৷ আর নির্যাতনের শিকার হওয়া শিশুদের মধ্যে ৭৭ ভাগের বয়স চার থেকে ১২ বছরের মধ্যে৷” হাফিজুর রহমান আরো বলেন, ‘‘পরিবারের বাইরে শিশুদের যে ভয়াবহ নির্যাতন করা হচ্ছে, তার একটি কারণ বিকৃতি৷ এক শ্রেণির অপরাধী শিশুদের নির্যাতন এবং যৌন নির্যাতন করে বিকৃত আনন্দ পায়৷ তারা ক্ষমতার প্রকাশ দেখাতে চায়৷ এটা সম্ভব হয় বিচারহীনতার সংস্কৃতির কারণে৷ আসলে আমাদের রাষ্ট্র এবং সমাজ কাঠামো এখনো শিশুবান্ধব নয়৷” জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. তাজুল ইসলাম জানান, ‘‘এটা স্পষ্ট যে শিশুর প্রতি সহিংসতা এবং নির্মমতা বাড়ছে বাংলাদেশে৷ এটাকে শুধু ব্যক্তির দায় হিসেবে দেখলে চলবে না৷ সমাজ ও রাষ্ট্রেরও দায় আছে এতে৷” তিনি বলেন, ‘‘আমাদের দেশে নিম্নবিত্ত শিশুরা পেটের দায়ে নানা ধরনের কাজ করতে বাধ্য হয়৷ নিজেদের কর্মস্থলে নানা নির্যাতনের শিকার হতে হয় তাদের৷ এটাই যেন স্বাভাবিক৷ এই মানসিকতা আমাদের মধ্যেও কাজ করে৷ আর এর সাথে যোগ হয় কিছু বিকৃতি৷ বড় ধরনের বিকৃতির ঘটনা আমাদের চোখে পড়ে, আমরা প্রতিবাদী হই৷ কিন্তু এর মূলে কাজ করছে আমাদেরই প্রচলিত ধ্যান-ধারণা এবং স্যাডিস্ট সংস্কৃতি৷ তার ওপর দেশে বিচারহীনতার কারণে পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে৷” মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট এলিনা খান জানান, ‘‘আমাদের রাষ্ট্রকাঠামো শিশুদের জন্য যথেষ্ট সহনশীল নয়৷ তাই তার কথায়, ‘‘শিশু যেন তার পরিবারের মধ্যেই নিরাপত্তা পায়, সেটা নিশ্চিত করতে হবে৷ তারপর আসবে সমাজ ও রাষ্ট্রের ভূমিকা৷ আর এ জন্য আমাদের মানসিকতা ও সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আনতে হবে৷’

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» কুয়েত বাংলাদেশ কমিউনিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

» কুয়েতে বাংলাদেশ ভবনে রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসীদের শুভেচ্ছা বিনিময়

» মালয়েশিয়ার মিনি ঢাকায় ‘রেস্টুরেন্ট মনির ভাই’ উদ্বোধন

» গ্রীন ক্রিসেন্ট সোসাইটির পক্ষে ঈদ সামগ্রী বিতরণে কুয়েতের সহায়তা

» সৌদি আরবসহ অন্যান্য আরব দেশে ঈদ ১০ এপ্রিল

» বাংলাদেশ কমিউনিটি কুয়েতের পক্ষে মারা যাওয়া প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা

» কুয়েতে প্রবাসী তরুণদের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

» কুয়েত যুবলীগের কর্মী সভা, ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

» জাতীয় পরিচয়পত্র পেতে যাচ্ছেন কুয়েত প্রবাসীরা

» সার্চ ফলাফল আর ফ্রি রাখবে না গুগল

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

আমাদের সমাজ আজও সভ্য নয়’

সিলেটে রাজন ও খুলনায় রাকিব হত্যার পর, এবার রবিউল নামের একটি শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে৷ এভাবে একের পর এক শিশু হত্যা এবং শিশুর প্রতি সহিংসতাকে বিশ্লেষকরা দেখছেন সমাজের ভয়াবহ চরিত্রের একটি দিক হিসবে৷এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ডয়চে ভেল। প্রতিবেদনটি এখানে তুলে ধরা হলো- রাবিউলের বয়স মাত্র ১১৷ বরগুণার তালতলী থানার এক গ্রামে মাছ চুরির অভিযোগে এ শিশুটিকে তার এক প্রতিবেশী নাকি পিটিয়ে হত্যা করে পুকুরে লাশ ফেলে দেয়৷ অন্যদিকে রাকিব খুলনার একটি মোটর সাইকেল গ্যারেজে কাজ করতো৷ আর সেই গ্যারেজ ছেড়ে অন্য একটি গ্যারেজে চলে যাওয়াটাই ছিল তার ‘অপরাধে’৷ আর এ জন্যই তাকে নির্মমভাবে হত্যা করা হয়৷ পায়ুপথে কম্প্রেসার মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয় তাকে৷ আর সিলেটে রাজিবকে হত্যা করা হয়েছিল দড়ি দিয়ে বেঁধে পিটিয়ে৷ এমনকি হত্যার পর সেই ভিডিও-ও প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে৷ গত কয়েক দিনে ঢাকায় একটি সুটকেসের মধ্যে অন্য একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে বলে খবর৷ তার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে জানায় পুলিশ৷ একইদিনে ঢাকায় এক শিশু গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের খবরও জানায় তারা৷ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০১৩ সাল পর্যন্ত তিন বছরে এক হাজার ৭৩০টি শিশু নির্যাতনের শিকার হয়েছে বংলাদেশে৷ তবে কতজন শিশুকে হত্যা করা হয়েছে, তার হিসেব এই মন্ত্রণালয়ের কাছে নেই৷ র‌্যাব-এর কাছ থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, গত বছরের শেষ তিন মাসে সারাদেশে শতাধিক শিশু হত্যার শিকার হয়েছে৷ এর মধ্যে গত আগস্ট মাসে ৩৫, সেপ্টেম্বরে ৪০ এবং অক্টোবর মাসে ২৫ জন শিশু হত্যার তথ্য জানায় র‌্যাব৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞানের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন জানান, ‘‘শিশুর প্রতি এই নির্মম সহিংসতার প্রধান কারণ বিচারহীনতা৷ এছাড়া নির্যাতিত এবং নিহত শিশুদের অধিকাংশই নিম্নবিত্ত পরিবারের৷ ফলে বিচার পাওয়া তাদের জন্য বেশ দুরূহ৷” তবে তিনি মনে করেন, ‘‘আমাদের সমাজ শিশুদের জন্য এখনো যথেষ্ট সভ্য হয়ে ওঠেনি৷ এখানে শিশুদের প্রতি নির্মম আচরণ এবং সহিংসতা সাধারণভাবেই নেয়া হয়৷ দু-একটি ঘটনায় হয়ত সংবাদমাধ্যমের কারণে ব্যাপক আলোচনায় আসে৷ তখন মানুষ প্রতিবাদী হয়৷ কিন্ত এটা ব্যতিক্রম৷ শিশুদের প্রতি সহিংসতা এখানে অতি সাধারণ ঘটনা৷” তিনি জানান, ‘‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপে জানা গেছে, দুই তৃতীয়াংশ শিশু তার পরিবারের সদস্যদের দ্বারাই কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হয়৷ আর নির্যাতনের শিকার হওয়া শিশুদের মধ্যে ৭৭ ভাগের বয়স চার থেকে ১২ বছরের মধ্যে৷” হাফিজুর রহমান আরো বলেন, ‘‘পরিবারের বাইরে শিশুদের যে ভয়াবহ নির্যাতন করা হচ্ছে, তার একটি কারণ বিকৃতি৷ এক শ্রেণির অপরাধী শিশুদের নির্যাতন এবং যৌন নির্যাতন করে বিকৃত আনন্দ পায়৷ তারা ক্ষমতার প্রকাশ দেখাতে চায়৷ এটা সম্ভব হয় বিচারহীনতার সংস্কৃতির কারণে৷ আসলে আমাদের রাষ্ট্র এবং সমাজ কাঠামো এখনো শিশুবান্ধব নয়৷” জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. তাজুল ইসলাম জানান, ‘‘এটা স্পষ্ট যে শিশুর প্রতি সহিংসতা এবং নির্মমতা বাড়ছে বাংলাদেশে৷ এটাকে শুধু ব্যক্তির দায় হিসেবে দেখলে চলবে না৷ সমাজ ও রাষ্ট্রেরও দায় আছে এতে৷” তিনি বলেন, ‘‘আমাদের দেশে নিম্নবিত্ত শিশুরা পেটের দায়ে নানা ধরনের কাজ করতে বাধ্য হয়৷ নিজেদের কর্মস্থলে নানা নির্যাতনের শিকার হতে হয় তাদের৷ এটাই যেন স্বাভাবিক৷ এই মানসিকতা আমাদের মধ্যেও কাজ করে৷ আর এর সাথে যোগ হয় কিছু বিকৃতি৷ বড় ধরনের বিকৃতির ঘটনা আমাদের চোখে পড়ে, আমরা প্রতিবাদী হই৷ কিন্তু এর মূলে কাজ করছে আমাদেরই প্রচলিত ধ্যান-ধারণা এবং স্যাডিস্ট সংস্কৃতি৷ তার ওপর দেশে বিচারহীনতার কারণে পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে৷” মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট এলিনা খান জানান, ‘‘আমাদের রাষ্ট্রকাঠামো শিশুদের জন্য যথেষ্ট সহনশীল নয়৷ তাই তার কথায়, ‘‘শিশু যেন তার পরিবারের মধ্যেই নিরাপত্তা পায়, সেটা নিশ্চিত করতে হবে৷ তারপর আসবে সমাজ ও রাষ্ট্রের ভূমিকা৷ আর এ জন্য আমাদের মানসিকতা ও সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আনতে হবে৷’

Facebook Comments Box


এই বিভাগের অন্যান্য সংবাদ



আজকের দিন-তারিখ

  • বুধবার (রাত ৩:৩৪)
  • ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

Exchange Rate

Exchange Rate EUR: বুধ, ১৭ এপ্রি.

সর্বশেষ খবর



Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 / +8801920733632

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।