স্পোর্টস ডেস্ক : আগামী সপ্তাহে পর্দা উঠতে যাচ্ছে শীতকালীন অলিম্পিক আসর ২০১৮। এবারের আসরটি বসছে দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে। পর্দা উঠতে যাওয়া আসরটি আধুনিক অলিম্পিকে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে! সোচিতে হওয়া গত আসরের চেয়ে এবার অ্যাথলেটদের জন্য কনডমের বরাদ্দ আরও বেড়েছে। এবার মাথা প্রতি ৩৭টি কনডম পাবেন অ্যাথলেটরা।
অ্যাথলেটদের নিরাপদ রাখতেই এ ব্যবস্থা বলে পিয়ংচ্যাং অলিম্পিক আয়োজক কর্মকর্তাদের বরাত দিয়ে জানায় রয়টার্স।
এবারের অলিম্পিকে অংশ নেয়া অ্যাথলেটদের জন্য ১ লাখ ১০ হাজার কনডম বরাদ্দ রেখেছেন আয়োজকরা। রাশিয়ায় অনুষ্ঠিত গেলো আসরে যার সংখ্যা ছিল ১০ হাজার। যদিও আগের আসরের চেয়ে মাত্র ১০০জন বেশি অ্যাথলেট অংশ নেবেন এ অলিম্পিকে।
৯-২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এবারের শীতকালীন অলিম্পিকে ৯০টি দেশের ২৯২৫জন অ্যাথলেটকে স্বাগত জানানোর আশা করছেন আয়োজকরা। সে হিসেবে অ্যাথলেট প্রতি কনডমের সংখ্যা দাঁড়ায় ৩৭টি। বিশেষজ্ঞরা দুই সপ্তাহের জন্য এই পরিমাণকে একটু বেশিই বলছেন।
আয়োজকরা সবসময় বলে থাকেন, অলিম্পিক আসর মানে অ্যাথলেটরা শুধু ফিটনেস সেন্টার, খাওয়ার টেবিল ও গণমাধ্যমের সামনে দৌঁড়াবে। আসলে তারা এখানে নিজের বাড়ির প্রায় সব সুযোগ সুবিধাই উপভোগ করবে। অলিম্পিক একটি গ্লোবাল ভিলেজ হিসেবে তাদের সুসংগঠিত সম্প্রদায়ের অভ্যন্তরে তাদের সব সুবিধা প্রদান করা হবে। যার মধ্যে আন্তর্জাতিক ডাক পরিষেবা থেকে শুরু করে ফুলের দোকান পর্যন্ত রয়েছে।
স্থানীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাউথ কোরিয়ার কনডম নির্মাতা প্রতিষ্ঠানের একজন মুখপাত্র বলেন, কনডম সরবরাহের কারণে যারা সুবিধা পাবেন তাদের জন্য ‘শুভকামনা রইল’।
ওই মুখপাত্র আরও বলেন, মিডিয়াকর্মী এবং দর্শকদেরও হতাশ হবার দরকার নেই। আমরা তাদের প্রয়োজনেও পাশে থাকব। তবে এমন খবরে যদি আপনি আশ্চর্য হয়ে থাকেন, তাহলে আধুনিক অলিম্পিকে কনডমের একটি সংক্ষিপ্ত ইতিহাস দেখতে পারেন।