আরে রসিক নাগর চালু হলো নতুন এক ট্রেন্ড, আমি বেবি হবো রে তোর সেকেন্ড হ্যান্ড গার্লফ্রেন্ড’— গানে গানে এ কথাগুলো বলছেন পরী মনি।
সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন জাবেদ আলম কিসলু। কণ্ঠ দিয়েছেন পুলক ও রুমা। নৃত্যটি পরিচালনা করেছেন হাবিব।
সিনেমাটিতে পরীর বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। তাকে উদ্দেশ্য করেই গানটিতে নাচেন পরী। চলতি বছরের জুলাইয়ে গানটির দৃশ্যায়ন হয় এফডিসিতে।