দেশজুড়ে আলোচিত শিশু সামিউল আলম রাজন হত্যার ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। রোববার বিকালে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার মহানগর হাকিম ১ম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ এ তথ্য জানান।
অভিযুক্ত আসামিরা হলেন- সৌদি আরবে আটক কামরুল ইসলাম, তার ভাই আলী হায়দার, মুহিত আলম, মুহিতের স্ত্রী লিপি বেগম, মুহিতের শ্যালক ইসমাইল হোসেন আবলুছ, দুলাল মিয়া, ময়না মিয়া ওরফে ময়না চৌকিদার, রুহুল আমিন, তাজ উদ্দিন আহমদ বাদল, নূর মিয়া, ফিরোজ মিয়া, আজমত উল্লাহ ও আয়াজ আলী।
এদের মধ্যে কামরুলকে পলাতক তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বাকিরা জেল হাজতে রয়েছেন বলে জানান রহমত উল্লাহ।
সিলেটের কুমারগাঁওয়ের একটি গ্যারেজ থেকে ৮ জুলাই ভ্যানগাড়ি চুরির অভিযোগে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছর বয়সী রাজনকে। নির্যাতনকারীরা শিশুটির নির্যাতনের চিত্র মোবাইল ফোনে ধারণ করেন। ২৮ মিনিটের সে ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়।