নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেট (আইএফএমসি) এর ব্যবস্থাপনায় রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১৫ কৃষক-কৃষানীদের প্রশিক্ষণ শেষে সদনপত্র বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। মরিয়মনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী লিয়াকত আলী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী রমিজ উদ্দিন আহমেদ, উপসহকারী প্রকৌশলী উত্তর কুমার শীল, কৃষক সাজ্জাদ হোসেন, কৃষানী আমেনা বেগম প্রমুখ। সভা শেষে প্রশিক্ষন প্রাপ্ত কৃষক-কৃষানিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
ছবির ক্যাপশন ঃ
রাঙ্গুনিয়ার মরিয়মনগরে কৃষকদের মাঝে সনদ বিতরণ করেন কৃষি কর্মকর্তা কারিমা আক্তারসহ অতিথিরা।