অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় রহস্যজনকভাবে দু’বছরের মেয়েসহ সাবেক নারী ইউপি সদস্য গত এক সপ্তাহ যাবৎ নিখোঁজ রয়েছে। এ ঘটনায় থানায় তার স্বামী থানায় সাধারণ ডায়েরী করেছেন।
থানা ও সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, উপজেলার চাপাচুপা গ্রামের তপন রায়ের স্ত্রী দু’সন্তানের জননী রতœপুর ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য অপর্ণা রায় (২৮) তার দু’বছরের ছোট মেয়েকে নিয়ে ২০ অক্টোবর স্বামীর বাড়ি চাপাচুপা গ্রাম থেকে পিতা উপেন দাসের বাড়ি একই ইউনিয়নের বারপাইকা গ্রামে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। অপর্ণার স্বামী ঢাকায় একটি ফার্নিচার দোকানের কর্মচারী তপন রায় ঘটনা জেনে বাড়ি এসে বুধবার রাতে আগৈলঝাড়া থানায় সাধারণ ডায়েরী করেন, নং- ১০৬৮। ডিউটি অফিসার এএসআই মোশারফ হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।