নিজস্ব প্রতিনিধিঃ- ৫২ বছরে পা দিল উপমহাদেশের প্রথম বাংলা টিভি চ্যানেলে বিটিভি। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার ডিআইটি ভবনের (বর্তমানে রাজউক ভবন) ছোট্ট স্টুডিও থেকে যাত্রা শুরু করে চ্যানেলটি। তখন দিনে সবসাকুল্যে চার ঘন্টার মতো অনুষ্ঠান প্রচার হতো।
শুরুতে পাকিস্তান টিভি নামে চালু থাকলেও পরে ১৯৭১ সালে স্বাধীনতার পর নামকরণ হয় বাংলাদেশ টেলিভিশন। সময়ের তালে আজ মহীরূহ আকার ধারণ করেছে। কোটি বাঙালীর বিনোদনের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।
দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বসবাসরত বাঙালীদের কাছেও পৌছে গেলে চ্যানেলটি। ১৯৮০ সালে বিটিভি রঙিন যুগে যাত্রা শুরু করে। বর্তমানে বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র ২টি। একটি ঢাকার রামপুরায়, অন্যটি চট্টগ্রামে।
রামপুরা টেলিভিশন কেন্দ্রটি স্থাপিত হয় ১৯৭৫ সালে। ২০০৪ সালে বিশ্বব্যাপী সম্প্রচারের জন্য বিটিভি ওয়ার্ল্ড নামে উপগ্রহভিত্তিক একটি চ্যানেল স্থাপন করা হয় এবং সর্বশেষ সংযোজন হচ্ছে সংসদ টেলিভিশন।