গ্রীসের এথেন্স ঘুরে এসে বিস্তারিত রিপোর্ট করছেন,বিশেষ প্রতিনিধিঃ কাওছার হাওলাদার ||
প্রবাসে জন্মদ্ভোত নতুন প্রজন্মের কাছে মুক্তি যুদ্ধের ইতিহাস তুলে ধরবার লক্ষ্যেই এসো সৃষ্টি সুখের উল্লাসে বাঁধি বিজয় ফুল,এই শ্লোগানের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ দূতাবাস এথেন্সে গ্রীস বিজয় ফুল কর্মসূচীর শুভ উদ্বোধন।বিজয়ফুল কমিটির সমন্বয়কারী সাংবাদিক কাওছার হাওলাদারের সঞ্চালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করা হয়,এর পর জাতীয় সঙ্গীত এবং মুক্তি যুদ্ধে শহীদদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে ১মিনিট নিরবতা পালনের মাধ্যমে শুরু হয় কর্মসূচী, প্রধান অতিথি গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন বিজয়ফুল পরিয়ে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন,বিশেষ অতিথি ছিলেন কাউন্সীলর মোঃতারিকুল ইসলাম এবং প্রথম সচিব ডঃ ফারহানা নূর চৌধুরী। এসময়ে উপস্থিত ছিলেন গ্রীস কমিউনিটি নেত্রীবৃন্দ ছাড়াও অসংখ্য প্রবাসী। গ্রীসের এথেন্সে বিজয়ফুল কর্মসূচীতে উৎসহ প্রদানের জন্য বিজয়ফুল কেন্দ্রীয় সমন্বয়কারী সাংবাদিক মিল্টন রহমান কে ধন্যবাদ জানান বক্তারা।