মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদকে রীতিমতো উড়িয়েই দিল বার্সেলোনা। শনিবার লুইস এনরিকের শিষ্যরা ৪-০ গোলে হারাল রিয়ালকে। সেইসঙ্গে রিয়ালের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানটাকে আরও সুসংহত করল কাতালানরা।
রিয়ালের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দারুণ খেলেছে বার্সেলোনা। শনিবার রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্ণাব্যূতে প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লুইস এনরিকের দল। আর দ্বিতীয়ার্ধে করেন বাকী দুটি গোল। ম্যাচ শুরুর ১০ মিনিটেই বার্সেলোনাকে প্রথম গোল উপহার দেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। আর প্রথমার্ধের ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন বার্সেলোনার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
চোট কাটিয়ে অনুশীলণে ফিরলেও রিয়ালের বিপক্ষে প্রথমার্ধে লিওনেল মেসিকে মাঠে নামাননি লুইস এনরিক। এর ফলে গ্যালারিতে বসেই ম্যাচের প্রথমার্ধ কাটাতে হয় এই আর্জেন্টাইন তারকাকে। দ্বিতীয়ার্ধেও জ্বলে উঠে এনরিকের শিষ্যরা। বিরতির পর ৫৩ মিনিটে দারুণ এক গোল করে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠের ভক্তদের আরও বেশি হতাশ করেন।
এরপর ৫৭ মিনিটে ইভান রাকিটিচের বদলী খেলোয়াড় হিসেবে খেলতে নামেন লিওনেল মেসি। সেইসঙ্গে ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষারও অবসান ঘটান এলএম টেন। আর চোট কাটিয়ে মাঠে নেমে দলকে গোল করাতেও সহায়তা করেন আর্জেন্টাইন তারকা। ৭৪ মিনিটে করা সুয়ারেজের গোলে ভুমিকা রাখেন তিনি। তবে লুইস সুয়ারেজের মতো জোড়া গোলের সুযোগ ছিল নেইমারেরও। কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষকের কৌশলগত দক্ষতায় শেষ পর্যন্ত ১ গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় নেইমারকে।
জানিয়ে রাখা ভালো যে চলতি মৌসুমে লিগে নিজেদের মাটিতে এটাই রিয়াল মাদ্রিদের প্রথম পরাজয়। লিগে ১৩ ম্যাচ পর এই প্রথম হারের লজ্জা পেল তারা। ১২ ম্যাচ শেষে রিয়ালের বর্তমান পয়েন্ট ২৪। আর সমান সংখ্যক ম্যাচে শীর্ষে থাকা বার্সার সংগ্রহে ৩০ পয়েন্ট।