জাহিদুর রহমান তারিক, র্র্ঝিনাইদহ, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাধ বাজারে হিন্দু সম্প্রদায়দের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া অনির্দিষ্টকালের জন্য সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে লাঙ্গলবাধ বাজার বনিক সমিতির সভাপতি গোলাম কুদ্দুস।
শুক্রবার দুপুরে লাঙ্গলবাধ বাজার বনিক সমিতির পক্ষ থেকে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করা হয়। ব্যবসায়ীরা অভিযোগ করেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে লাঙ্গলবাধ বাজারে অপূর্ব ভ্যারাটি নামে একটি দোকানে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যবসায়ী রাম কুন্ডু, তার ভাই লক্ষন কুন্ডু ও ছেলে অপূর্ব কুন্ডু রাজুকে জখম করে। পরে আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে লাঙ্গলবাধ বাজার বনিক সমিতির পক্ষ থেকে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রতিবাদ কর্মসূচি শেষে বাজারের প্রায় ১২শ’টি ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালে জন্য বন্ধ ঘোষণা করা হয়। হামলার শিকার লক্ষন কুন্ডু জানান, সন্ধ্যায় মাগুরার শ্রীপুর উপজেলার সাবিনগর গ্রামের রুবেল, শিমূল, রিপনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তার বড় ভাই, ভাতিজা ও তাকে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে। স্থানীয় ইউপি সদস্য ও বনিক সমিতির উপদেষ্টা চাঁদ আলী জানান, হামলার প্রতিবাদে আমরা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছি। তিনি বলেন, সুষ্ঠু বিচার না হলে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেব। বিষয়টি নিয়ে বনিক সমিতির সভাপতি গোলাম কুদ্দুস জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ত্রাসীদের বিচার না হওয়া পর্যন্ত সকল প্রকার দোকান-পাট বন্ধ থাকবে। তিনি আরো বলেন, পরবর্তীতে বৃহত্তর কর্মসূচির ঘোষণা করা হবে। এদিকে লাঙ্গলবাধ বাজারের দোকান-পাট বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে ঝিনাইদহ শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হাসেম খান জানান, অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।