আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া সংকট সমাধানের জন্য আমেরিকা ও সৌদি আরবসহ আরো কিছু দেশের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দামেস্ক। জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত এবং আন্তঃসিরিয়া শান্তি আলোচনায় দেশটির প্রতিনিধি বাশার আল-জাফারি বলেছেন, দামেস্কের কাছে এ প্রস্তাবের ‘বিন্দুমাত্র’ মূল্য নেই।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুক্রবার জাতিসংঘের মধ্যস্থতায় সিরিয়া সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে পরোক্ষ আলোচনার পর এক সংবাদ সম্মেলনে জাফারি ওই মন্তব্য করেন।
আলোচনায় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, সৌদি আরব ও জর্দানের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে সিরিয়া সংকট সমাধানের জন্য ‘জেনেভা রাজনৈতিক প্রক্রিয়া’ পুনরুজ্জীবিত করার প্রস্তাব দেয়া হয়। কিন্তু বাশার আল-জাফারি তা প্রত্যাখ্যান করেন।
তিনি বলেন, “এই প্রস্তাবের প্রতিটি শব্দ ও বাক্য আমরা প্রত্যাখ্যান করছি। প্রস্তাবটি যে কালি দিয়ে প্রিন্ট করা হয়েছে তার সমপরিমাণ মূল্যও দামেস্কের কাছে নেই। কারণ, প্যারাস্যুট থেকে যে প্রস্তাব নেমে আসে কিংবা ট্যাংকের পেছন থেকে যে প্রস্তাব পাঠানো হয় তা সিরিয়ার জনগণ মেনে নেবে না।”
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বলেন, যে পাঁচ দেশ এ প্রস্তাব দিয়েছে তার প্রত্যেকটির হাত সিরিয়ার জনগণের রক্তে রঞ্জিত।
তিনি উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সৃষ্টি, অর্থনৈতিক সহযোগিতা দেয়া এবং রক্ষা করার জন্য আমেরিকাকে দায়ী করে বলেন, যারা সিরিয়ার জনগণের বিরুদ্ধে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছিল তাদের কোনো প্রস্তাব মানা সম্ভব নয়। (পার্সটুডে)