আল আমিন রানা, কুয়েত প্রতিনিধি : একটি সোনালী স্বপ্নের আশায় মাতৃভূমি ছেড়ে প্রবাসে পাড়িজমায় হাজারো বাংলাদেশী। কিন্ত প্রবাসীদের অভিযোগ দেশে এসে নানা ধরণের সমস্যায় পড়তে হয় তাদের।
প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন। কিন্তু প্রবাস থেকে ফিরতে গিয়ে বাংলাদেশ বিমানবন্দর গুলোতে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয় এই সব প্রবাসীদের। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিকতার অভয়ক্ষয়কে দায় করছেন কুয়েত বসবাসরত বাংলাদেশী প্রবাসীরা।
১৫ই ডিসেম্ভর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাবাহিনীর সদস্য ও একজন প্রবাসী শ্রমিকের ব্যাগ রাখা নিয়ে বিতর্কের এক পর্যায়ে ওই আনসার সদস্য প্রবাসী শ্রমিককের সাথে অশালীন আচরণ ও লাঞ্ছিত করায় এমন ঔদ্ধত্যপূর্ণ ও অসংলগ্ন মন্তব্য করায় ওই অভিযুক্ত আনসার ও পুলিশ সদস্যের বিচারের দাবিতে শুত্রুবার কুয়েত টাওয়ার এর পাশে মানববন্ধন করেছেন সৈয়দপুর ও নারায়ণগঞ্জ প্রবাসী ঐক্য ফোরাম কুয়েত।
এতে বক্তব্য রাখেন, নাহিদুল ইসলাম, মাহবুব আলদিন, সোহেল জসীম ও সোহেল রানাসহ কুয়েত প্রবাসী বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।
বক্ততারা বলেন, রক্ত পানি করা অর্থ আমরা দেশে পাঠাই। আর সেই টাকায় বেতনভূক্ত কর্মচারীর কাছ থেকে এমন ঔদ্ধত্যপূর্ণ ও অসংলগ্ন মন্তব্য কোনভাবেই গ্রহণযোগ্য নয়। শুধু এই দুইজনই নয়। বিমানবন্দরে প্রায়ই এমন নিগ্রহের শিকার হন এই রেমিটেন্স যোদ্ধারা।