
সখ করে দামি পোশাক পরা বা ভালো রেস্তোরাঁয় খাওয়া সহজ হলেও, প্রাতিষ্ঠানিক শিক্ষার নির্দিষ্ট ধাপগুলো এড়িয়ে উচ্চশিক্ষা লাভ করা অসম্ভব। এই সহজ ও কঠিনের বাস্তবতাকে আমাদের সাংবাদিকতা জগতের বর্তমান চিত্রটির সঙ্গে তুলনা করলে একটি অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ে। সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখা কঠিন কিছু নয়, এবং ডিজিটাল যুগের সুযোগকে কাজে লাগিয়ে সেই স্বপ্ন পূরণের পথও এখন অনেক সহজ।
তবে এই সহজলভ্যতার আড়ালে লুকিয়ে আছে কিছু প্রশ্ন। আজ ‘ব্যাঙের ছাতার মতো’ গজিয়ে ওঠা অসংখ্য অনলাইন পোর্টাল বা পত্রিকা তিন-চার হাজার টাকায় ওয়েবসাইট তৈরি করেই নিজেদেরকে বিশাল সংবাদমাধ্যম হিসেবে তুলে ধরছে। অনেকের নেই কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদন বা নিবন্ধন, তবুও প্রচারের দিক থেকে তারা থাকে সবার শীর্ষে। ফলে সাংবাদিক হিসেবে পরিচিতি পেতে কোনো প্রাতিষ্ঠানিক যোগ্যতা বা শিক্ষার প্রয়োজন হচ্ছে না।
অথচ, যেকোনো পেশার ক্ষেত্রেই একটি ন্যূনতম প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব অপরিহার্য। সাংবাদিকতাও এর ব্যতিক্রম নয়। প্রাতিষ্ঠানিক জ্ঞান একজন সাংবাদিককে পেশার নৈতিকতা, সঠিক সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই এবং উপস্থাপনার কৌশল শেখায়। কিন্তু বর্তমান সময়ে দেখা যায়, অর্থের বিনিময়ে বা রাজনৈতিক সুপারিশে অনেকেই সাংবাদিক হয়ে যাচ্ছেন, যেখানে পেশাদারিত্বের চেয়ে ব্যক্তিগত সুবিধা প্রাধান্য পাচ্ছে। এর ফলে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে যারা এই পেশায় আসতে চেয়েছেন, তারা হয়তো সুযোগ পাচ্ছেন না, কিন্তু শিক্ষার কোনো ভিত্তি ছাড়া অন্য অনেকেই মস্তবড় সাংবাদিক হিসেবে পরিচিতি লাভ করছেন।
অবশ্যই, প্রাতিষ্ঠানিক শিক্ষা না নিয়েও অনেকেই নিজেদের মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল সাংবাদিক হয়েছেন এবং সুনাম কুড়িয়েছেন। তাদের শেখার প্রবল আগ্রহ এবং নিরন্তর চর্চা অন্যদের জন্য অনুপ্রেরণা। এই ব্যতিক্রমী উদাহরণগুলো আমাদের মনে করিয়ে দেয় যে, শিক্ষার প্রতি আগ্রহ ও পেশার প্রতি ভালোবাসা শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তবে এই সম্মানটুকু তাদের প্রাপ্য, যারা নিজেদের পেশার প্রতি সৎ এবং দায়িত্বশীল। সামগ্রিকভাবে, সাংবাদিকতা পেশার মানোন্নয়নের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষাকে উৎসাহিত করা এবং অনুমোদনবিহীন সংবাদমাধ্যমগুলোর ওপর নজর রাখা জরুরি। সাংবাদিকতাকে একটি সহজলভ্য শখের চেয়ে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার জায়গা হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।
আ হ জুবেদ (সম্পাদক, অগ্রদৃষ্টি)











