শনিবার লেবাননের তৈরি একটি বৈদ্যুতিক গাড়ি আত্মপ্রকাশ করেছে। ঘন ঘন বিদ্যুৎ সমস্যায় জর্জরিত একটি দেশ, এমনকি মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যে লড়াই করেও ভূমধ্যসাগরীয় এ দেশটি প্রথমবারের মতো একটি মোটর তৈরি করেছে।
জেরুজালেমের আরবি নাম ব্যবহার করে “কুদস রাইজ” নামে লাল স্পোর্টস গাড়িটি লেবাননের বংশোদ্ভূত ফিলিস্তিনি ব্যবসায়ী জেহাদ মোহাম্মদের প্রকল্প ছিল এটি।
বৈরুতের দক্ষিণে একটি পার্কিং এর প্রাঙ্গণে এ গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠানে মোহাম্মদ সাংবাদিকদের বলেন, এটি “স্থানীয়ভাবে তৈরি প্রথম গাড়ি”। গাড়িটির বর্তমান মূল্য ত্রিশ হাজার মার্কিন ডলার।