স্পোর্টস ডেস্ক: ফের এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন ভারতের অধিনায়ক বিরাট কোহালি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার দুরন্ত পারফর্মেন্সের কারণেই তার এই উত্থান। এর আগে জানুয়ারিতে চারদিনের জন্য শীর্ষে উঠেছিলেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন খেলতে নেমেছিলেন বিরাট তখন তিনি দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সের থেকে ২২ পয়েন্ট পিছনে ছিলেন। কিন্তু তার পরই ব্যাট হাতে নেমে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৮১ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেই বাজিমাত বিরাটের।
এদিকে ভারতের ওপেনার শিখর ধাওয়াণ ঢুকে পড়লেন সেরা দশে। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ব্যাট হাতে ফর্মে ফিরেছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ৬৮, শ্রীলঙ্কার বিরুদ্ধে ১২৫ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৮ রানের ইনিংস খেলেছেন তিনি। এই মুহূর্তে তিনিই এঈ টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার। তবে এই দু’জনের উত্থানের দিনেই এক ধাপ করে নেমে গেলেন রোহিত শর্মা (১৩) ও এমএস ধোনি (১৪)।
অগ্রদৃষ্টি.কম / এমএসআই