স্থানীয় জরুরি বিভাগের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভিতিয়াজ-অ্যারো পরিচালিত এমআই-৮ হেলিকপ্টারটি কামচাটকার দক্ষিণে একটি লেকের কাছে বিধ্বস্ত হয় স্থানীয় সময় বৃহস্পতিবার সকালের দিকে। হেলিকপ্টারটিতে ১৩ আরোহীর সঙ্গে তিনজন ক্রু ছিলেন।
তবে হেলিকপ্টারটি লেকের ওপরই আছড়ে পড়ে জানিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ বলছে, মস্কো এবং পিটার্সবুগ থেকে পর্যটক নিয়ে যাচ্ছিল আকাশযানটি।
কামচাটকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারের দুই ক্রুসহ নয়জন আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মস্কোর ছয় হাজার কিলোমিটার পূর্বে এবং আলাস্কার দুই হাজার কিলোমিটার পশ্চিমে অবস্থিত কামচাটকা উপদ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে আকর্ষনীয় গন্তব্য হিসেবে পরিচিত।
রাশিয়ায় আকাশপথে ভ্রমণ আগের চেয়ে অনেক নিরাপদ হলেও পুরনো উড়োজাহাজ ও হেলিকপ্টার প্রায়ই দুর্ঘটনায় পড়ে।
জুলাইতেও কামচাটকায় দুই ইঞ্জিনবিশিষ্ট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হলে ২৮ জনের মৃত্যু হয়।
সূত্র, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম