ডেস্ক নিউজ : চাঞ্চল্যকর গোলাগুলির ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে রংপুর কোতোয়ালি থানা। সোমবার রাতে রংপুর সিটি করপোরেশনের (রসিক) ২০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তৌহিদুল ইসলামের নির্বাচনী অফিস লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা।
এর প্রতিক্রিয়ায় নিরাপত্তা বিধানে ব্যর্থতার প্রতিবাদে রাত ১১টায় ওই থানা ঘেরাও করে শত শত এলাকাবাসী। পরে সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। এর ফলে থানা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে নিমেষেই।
জানা যায়, সিটি করপোরেশনের গুরাতিপাড়া এলাকায় রাত ৯টার দিকে রসিক নির্বাচনের কাউন্সিলর প্রার্থী ও আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলামের নির্বাচনী অফিসে তার কর্মী-সমর্থকরা অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তার অফিস লক্ষ্য করে গুলি চালায়। পরে সবাই দ্রুত ওই অফিস থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবদুল আজিজ জানান, এ ঘটনায় জড়িতদের আটক করা হবে।