মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির আয়োজনে নবাগত শিক্ষকদের সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার ১০ জুন, শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতির মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মো :এনামুল কবির এর সভাপতিত্বে ও শিক্ষক এবাদুর রহমান দুলু ও কবির তালুকদার এর যৌত সঞ্চালনায় নবাগত শিক্ষকদের সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো : ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো : আলী আহসান, উপজেলা শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ, পৌর কাউন্সিলার আসাদ হোসেন মক্কু, সাংবাদিক আ হ জুবেদ, সাংবাদিক মাহবুবুর রহমান রাহেল প্রমুখ। সার্বিক সহযোগীতায় ছিলেন, শিক্ষক কেন্দ্রীয় নেত্রী রাহিমা খাতুন, সিলেট জেলা কমিটির সভাপতি অজিত পাল, মৌলভীবাজার জেলা কমিটির সাধারন সম্পাদক মো : শহিদুর রহমান, মো: আলী হোসেন, মছরুর আহমেদ, শাহাজাহান আহমেদ, এম ফখরুল ইসলাম, কামাল আহমদ, খোকন মিয়া,তাপস পাল প্রমুখ। উক্ত ইফতার মাহফিলে জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতীর কল্যানে বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত করেন মাওলানা তাওহিদুল ইসলাম।