বিনোদন ডেস্ক :
“কোনো এক ভোরে মুখোশের জাদুকর ..
কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর
বিপন্ন, বিষণ্ন, তবু হার মেনে নিতে নয়
যুদ্ধ বা সন্ধিই পরিচয় …”
বহুদিন পর শিরোনামহীনের নতুন স্বাদ পেলো ভক্তরা। শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে এসেছে নতুন মিউজিক ভিডিওটি। গানের শিরোনাম ‘জাদুকর’।
যথারীতি গানটির কথা লিখেছেন ব্যান্ডটির বেজ গিটারিষ্ট কবি জিয়াউর রহমান (জিয়া), সুর করেছেন লিডে থাকা দিয়াত খান। তবে উল্লেখযোগ্য বেদনাদায়ক পরিবর্তনটি হলো তানযীর তুহীনহীন শিরোনামহীন। গত ৭ অক্টোবর ব্যান্ড ছেড়েছেন অভিমানী তুহিন।
এরই মধ্যে তিনটি নতুন গান নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় বাংলাদেশি ব্যান্ড শিরোনামহীন। গানগুলোর শিরোনাম ‘জাদুকর’, ‘বোহেমিয়ান’ ও ‘বারুদসমুদ্র’। তিনটি গানেরই মিউজিক ভিডিও তৈরি হয়েছে। নতুন গান আর নতুন সদস্যের ব্যাপারে ব্যান্ড লিডার জিয়া বলেন, গানগুলো আশা করছি সবাই আগের মতোই উপভোগ করবেন।
তবে ভালোই মানিয়ে নিয়েছেন নতুন সদস্য শেখ ইশতিয়াক। যদিও তুহিনের জায়গা কেবল তুহিনেরই। জানা যায়, এ মাস থেকে আবারো নিয়মিত কনসার্টে গান করবে শিরোনামহীন।
শিরোনামহীনের নতুন তিনটি গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন আশরাফ শিশির। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই পরিচালক বলেন, পুরো কাজটি ছিল আমাদের জন্য নতুন অভিজ্ঞতার, প্রযুক্তিগত দিক থেকে বড় চ্যালেঞ্জ। নতুন লাইন-আপে চমক নিয়েই আসছে শিরোনামহীন।